অনেক কেই বলতে শুনি সংসার জীবন বড্ড একঘেয়েমি। হয়তো একঘেয়েমি বটে, কিন্তু ভেবে দেখুন এই একঘেয়েমি ব্যাপারটা নিজেরাই আনন্দময় করে রাখা যায় সারাজীবন সামান্য একটু এফোর্ট দিয়ে।
যেমন ধরুন সারাদিন অফিসে বসের বকবকানি শুনে বাড়ি এলেন আর এসে দেখলেন আপনার বাড়ির গিন্নি রান্না করছেন গজগজ করতে করতে। তখন তার ঘারে পিছন থেকে গিয়ে তাকে আলতোভাবে জড়িয়ে ধরে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলুন “তুমি আমার রাজ্যের একমাত্র রানী। তোমাকে ভালোবাসি প্রিয়।” দেখবেন তার সব রাগ কোথাও উধাও হয়ে যায়। কখনো আবার ছুটির দিনের সারাদিনের সংসারের কাজ সেরে চলে যান সন্ধ্যায় তাকে নিয়ে গঙ্গার ঘাটে, হাতের ওপর হাত রেখে বলুন “আমি তোমাকে ভালোবাসি।” দেখবেন তার চোখের দিকে তাকিয়ে তাহলেই বুঝতে পারবেন। আবার মাঝে মাঝে ১০ টাকার একটি গোলাপ উপহার দিয়ে বলুন “আমায় এভাবেই জড়িয়ে থেকো আজীবন।” দেখবেন তার মুখের হাসি। মাঝে মাঝে তাকে ভালোবাসার গল্প শোনান, এক দু’কলম লিখুন। এগুলো যদি উভয় পক্ষ থেকেই থাকে, তাহলে সে সংসারে কখনো একঘেয়েমি আসবে না।
কখনো তার ভুল হয়ে যাওয়া কাজটাকে উৎসাহ দিয়ে বুঝিয়ে দিন যে সে ভুল করেছে। দেখবেন সে আর ঐ ভুলটা করবে না। কখনো তার জন্য দু’কথা প্রেমের গান গেয়ে শুনিয়ে দিন। দেখবেন তার চোখ-মুখের ব্যাপারটা সাপেক্ষ আলাদা।
তার চুলের খোঁপায় ফুল দিয়ে বলুন (খোঁপার ওই গোলাপ দিয়ে মনটা কেনো এত কাছে টানলে?)
আসলে কি জানেন তো, মানুষ বাঁচে যত্নে, মায়ায়, আবেগে, ভালোবাসায়, সোহাগে।
প্রত্যেক ভালোবাসা এভাবেই বাঁচুক।
শুভ গোলাপ দিবসের শুভেচ্ছা রইলো।
