কেন চুপ থেকে অপেক্ষা করবেন? ভালোবাসলে, তার প্রতি মায়া থাকলে কথা বলতে হবে।
সবসময় কি চোখের ভাষা পড়া বা মনের ভাব বোঝা যায়? ওই একটা কথা আছে না—”ভালোবাসলে নাকি মনের কথা বুঝে নিতে হয়!” আরে মশাই, আপনার পার্টনার কি আধ্যাত্মিক জগতের জ্যোতিষী নাকি, যে সব কথা হুরহুর করে বলে দেবে? না, মোটেই এমনটা হয় না।
তাই মুখটা লাল শুকনো লঙ্কার মতো করে অপেক্ষা না করে, আপনার মনের কথাটা বলে ফেলুন। সে যে আপনাকে একটি কথা শুনিয়েছে, তার উত্তরটা আপনাকেই দিতে হবে।
“সামান্য একটা কথার জন্য?”
এই সামান্য একটি কথার জন্যই একজন মানুষের গোটা জীবনটা নষ্ট হয়ে যেতে পারে।
হ্যাঁ, একটা কথার জন্য সংসার ভেঙে যায়।
একটা কথা দিয়ে সব শুরু হয়।
একটা কথাতে বন্ধুত্ব হয়, শত্রুতাও হয়।
একটি কথাতেই ভালোবাসা হয়, আবার ওই একটি কথাতেই ঘৃণাও জন্মায়।
একটি কথা হৃদয়ে ক্ষত তৈরি করে, একটি কথাই আবার সেই ক্ষত সারিয়ে দেয়।
কথা কখনোই সামান্য হয় না।
কথার আঘাতে মানুষ মরে, কথার জেরে আয়ুও বাড়ে।
তাই “সামান্য একটা কথা বলেছি”—এই কথাটা বলার সময় আগে ভেবে নিন।