আমাদের এই জীবনে বেঁচে থাকাটা সব থেকে বেশী আশ্চর্যের।তাই কিছু জিনিস আমাদের রপ্ত করে নেওয়াটা ভীষন জরুরি।যেমন ধরুন জীবনে একলা হাঁটতে শেখা জরুরি।একা রান্না করে জম্পেস খাওয়া দাওয়া করা জরুরি।কোনো পূর্ণিমার রাতে একা ব্যালকনিতে বসে জেগে থাকা জরুরি।অফিস পালিয়ে একা একা সিনেমা দেখাটাও জরুরি।ভয় না পেয়ে একা বাড়িতে থাকতে শেখাটাও জরুরি।মন চাইলে হুটহাট বেড়োনোটাও জরুরি। তারচেয়ে বেশি জরুরি নিজের মন খারাপ হলে নিজেকেই ভালো করতে পারা। একটি পছন্দের ড্রেস পরে আয়নার সামনে ঢঙ করটাও জরুরি।জীবনের বেঁচে থাকার পথ কিন্তু সুদীর্ঘ তাই আমাদের সবসময় পথ দেখানোর মত কেউ একজন সাথে থাকবে এমনটা ভাবা একদম বোকামি।
জীবনের কোন কোন বর্ষায় একা একাই বৃষ্টিতে ভিজতে হবে, মাথার উপর দৌড়ে এসে কেউ ছাতা ধরবে সেই অপেক্ষা করলে চলবে না।জীবনে কোন কোন রাত্তিরে একা ঘরে জ্বরে পুড়তে হবে, কেউ পাশে বসে নরম হাতে কপালে জলপট্টি দেবে সেটা ভেবে রাখলে চলবে না। আসলে জীবনে মানুষ নদীর জোয়ারের মতো আসে, আবার ভাটার মত চলেও যায়। তখন এই একা হাঁটা, একা বাঁচার অভ্যাস না থাকলে কিন্তু বড্ড কষ্ট হবে।তার চেয়ে বরং একা নিজেকে সামলানোটা শিখে রাখতে হবে।
মানুষের আসা যাওয়ার এই সমাহারে আমাদের থাকতে হবে শান্ত নদীর মত স্থীর।বাঁচতে হবে রাজার মতো করে।হাসতে হবে সুন্দর করে।দুঃখ কে ভাসিয়ে দিতে হবে বুক চওড়া করে![]()
![]()
প্রিয় পাঠক পাঠিকা যেমন মনে আসে কয়েক লাইন লিখতে ইচ্ছে করে তাই লিখি।ভুল ত্রুটি মার্জনীয়।


