কিছু কিছু ফিকে হয়ে যাওয়া স্মৃতি যেন হঠাৎ ফিরে আসে হালকা হাওয়ার মতো,
যা অসময়ে না চাইলেও এসে মন ছুঁয়ে যায়, নিজের চারিপাশটাকে কেমন মোহময় করে তোলে। ভীষণ সুন্দর মনে হয় সবটুকু।
আর বৃষ্টি?
সে তো এক নীরব গল্পকার, সে শোনে মেঘের গর্জন, যে চুপচাপ নীরব চোখে তাকিয়ে থাকে ঘন কালো মেঘটার দিকে, তারপর প্রতিটি ফোঁটার ছোঁয়ায় বলে যায় না-বলা, না-জানা অনেক কথা…