মেয়েদের জীবনে প্রেমের সুন্দর মুহূর্ত

অনেক মেয়েরাই বলি, “Men in love.”

একজন মেয়ে হয়ে আমার মনে হয়, আমরা পছন্দ করি যখন একজন পুরুষ আমাদের প্রেমে পড়ে। মেয়েদের জীবনে সবথেকে সুন্দর দিক তখন হয়, যখন একজন পুরুষ মানুষ তার প্রেমে পড়ে। সেই পুরুষের চোখে প্রতি মুহূর্তে সেই ভালোবাসা প্রকাশ পায়। কথায় বলে না, পৃথিবীর সব সুন্দরের জিনিস একদিকে আর পুরুষ মানুষের ভালোবাসা একদিকে। সেই পুরুষের জীবনে সেই সময় এক অনন্য জ্যোতি দেখা যায়।

সেই পুরুষ মানুষটিকে মুহূর্তে কেমন পাল্টে দিয়ে যায়। আমার মনে হয়, একজন ছেলে থেকে একজন পুরুষ হয়ে ওঠার যে যাত্রা, সেখানে এই ভালোবাসা অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। যে ছেলেটি একদিন গম্ভীর একরোখা ছিলো, সেই মানুষটি কেমন নরম হয়ে যায়। যার কোনোদিন কোনো কিছুতে খেয়াল থাকতো না, সে কেমন দায়িত্ববান হয়ে যায়। যে ছেলেটি বলতো, “ওসব প্রেম ভালোবাসা কিচ্ছু নয়”, সেই ছেলেটি প্রেমের জালে আটকে গিয়ে বুঝতে পারে যে প্রেম কেমন মায়ার।

সে যখন ভালোবাসায় জড়িয়ে যায়, তখন চুপি চুপি হাসতে থাকে। পুরুষ মানুষের প্রেমে পড়তে দেরি হয় ঠিকই, একবার প্রেমে পড়ার পর সে শিখিয়ে দেয় কী করে ভালোবাসতে হয়।

ম‍্যাসেন্জারে আমার শুভানুধ্যায়ীদের মেসেজ পেয়ে আমার মনের কথা লেখার ইচ্ছে আরও বাড়িয়ে দিয়েছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার লেখার হাত নেই। আমি বই পড়তে ভালোবাসি। সময় সুযোগ খুব কম হয় কাজের ব্যস্ততার জন্য। তবে একদিন অবসর নেবো, তখন অনেক লিখবো, অনেক পড়বো।

যা লিখি, তা নিতান্তই মনের কিছু কথা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *