মানুষের জীবনে একটি বড় অধ্যায় হলো “অপেক্ষা।” এই অপেক্ষা করে মানুষ কাটিয়ে দেয় একটি গোটা জীবন। মানুষ অপেক্ষা করে তার নতুন জীবনের জন্য, জীবন পেলে মৃত্যুর জন্য অপেক্ষা। উপেক্ষার জন্য অপেক্ষা, অপেক্ষার জন্য অপেক্ষা। আক্ষেপের অপেক্ষা। ভালোবাসার জন্য অপেক্ষা। উচ্চ শিক্ষিত হওয়ার অপেক্ষা। চাকরি পাওয়ার অপেক্ষা। মোট কথা অপেক্ষা করা জীবনের কঠিন সত্য।
ভোরের সূর্য উঠলে, দুপুরের সূর্য বিকেল গড়িয়ে সন্ধ্যার অপেক্ষা, সন্ধ্যা ঘনালে রাত নামার জন্য অপেক্ষা। গভীর রাতের ঘনত্ব বাড়লে আবার ভোরের জন্য অপেক্ষা। ভোরের পাখির কিচিরমিচির শুনলে মানুষ তখন একাকিত্বের হাফ ছেড়ে বাঁচে। এরপর এই যানজটের শহরে গন্তব্যে পৌঁছানোর অপেক্ষা। গন্তব্য পৌঁছে গেলে ঘরে ফেরার অপেক্ষা।
আমরা যে ভাবে আমাদের জীবনকে দেখতে চাই, জীবন আমাদের সবসময় সেভাবে দেখায় না। কিছু কিছু সময় জীবন আমাদের নির্মম সত্যটাকেও দেখায়, কঠিন বাস্তবতা দেখায়, যে জিনিস পেতে চেয়ে একসময় হট্টগোল করেছিলাম, সে জিনিস পাবো না বলেও শান্তভাবে মেনে নিতে শেখায়, “ছেড়ে” দিতে শেখায়। আর এই ছেড়ে দিতে পারাটাই হয়ে ওঠে আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি। তখন আর খারাপ লাগে না মানুষের কোন ব্যাপারেই। জীবন পরিবর্তনশীল, এ এক কঠিন সত্য। কত কিছুই বদলে যায়, আর এই বদলে যাওয়াটা না চাইতেও মেনে নিতে হয়,
এটাই তো জীবন।